খানসামা উপজেলায় মূলত কৃষি নির্ভর অর্থনীতি। এখানে কোন খনিজ সম্পদ নেই। তবে পুকুর, নদী, খাল-বিল, নালাসমূহে নানা রকম দেশী মাছ পাওয়া যায়। স্বাতন্ত্র বৈশিষ্ট প্রকাশ করে এমন কোন বনজ সম্পদ এ উপজেলায় নেই। করল্লা, রসুন, লিচু, ধান, পটল প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এ উপজেলায়। সম্প্রতি আগ্রা নামক স্থানে এক প্রকার লৌহ আকরিকের স্তুপ পাওয়া গিয়েছে। বিএমডি এর সম্ভাব্যতা যাচাই করে দেখছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস