Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাকৃতিক সম্পদ

খানসামা উপজেলায় মূলত কৃষি নির্ভর অর্থনীতি।এখানে কোন খনিজ সম্পদ নেই। তবে পুকুর,নদী,খাল,বিল,নালা সমূহে নানা রকম দেশী মাছ পাওয়া যায়।স্বাতন্ত্র বৈশিষ্ট প্রকাশ করে এমন কোন বনজ সম্পদ এ উপজেলায় নেই।করল্লা,রসুন,লিচু,ধান,পটল প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এ উপজেলায়।সম্প্রতি আগ্রা নামক স্থানে এক প্রকার লৌহ আকরিকের স্তুপ পাওয়া গিয়েছে।বিএমডি এর সম্ভাব্যতা যাচাই করে দেখছে।