Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নদ-নদী

খানসামা উপজেলার সম্পূর্ণ পশ্চিম সীমানা জুড়ে  ঐতিহ্যবাহী আত্রাই নদী প্রবাহিত হয়েছে।এ জনপদটির বিকাশ ঘটেছে আত্রাই নদীকে কেন্দ্র করে। এ ছাড়া  এ উপজেলার অন্যান্য উল্লেখযোগ্য নদীগুলো হচ্ছে  ইছামতি, বেলান নদী ও ভূল্লী নদী।উপজেলার স্বল্পসংখ্যক মৎস্যজীবি মানুষ তাদের জীবিকা নির্বাহ এ নদীগুলো থেকে মৎস্য শিকারের মাধ্যমে করে থাকে।এ ছাড়া কৃষি নির্ভর এ জনপদে সেচ কাজে  নদী গুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে।