Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা নির্বাহী অফিসারের বার্তা

উত্তর জনপদের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুরের একটি উপজেলা খানসামা। এককালের স্রোতস্বিনী আত্রাই নদীর তীরবর্তী এ উপজেলা প্রাচীনতম ঐতিহ্যের ধারক ও বাহক। ছয়টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত ১৭৯৭২ বর্গ কিঃমিঃ আয়তনের এ উপজেলায় ১,৭১,৭৬৪ লোকের বসবাস। যাদের অধিকাংশই কৃষিজীবি। অতি সাধারণ জীবনযাত্রার এ অঞ্চল সারাদেশে চলমান তথ্য প্রযুক্তির অগ্রযাত্রায় সামিল হয়েছে। ছয়টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রগুলোকে এলাকার সর্বসাধারণ সাদরে গ্রহণ করেছে এবং তাদের দৈনন্দিন কর্মকান্ডে এর উপযোগিতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। অনলাইন জন্ম নিবন্ধন থেকে শুরু করে অনলাইনে খতিয়ান সংগ্রহের আবেদন করা ব্যাপক প্রশংসিত হয়েছে। তথ্য প্রযুক্তির এ সুফল এলাকাবাসী ইতোমধ্যে পেতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় উপজেলা ও ইউনিয়ন ওয়েব পোর্টাল নির্মাণের কাজ প্রায় শেষ। ওয়েব পোর্টালটি পুরোপুরি কার্যকর ও ব্যবহারবান্ধব করে গড়ে তুলতে আপনাদের সুচিন্তিত মতামত ও সহযোগিতা কামনা করছি। আমি বিশ্বাস করি এর মাধ্যমে সর্বসাধারণের খুব সহজেই নাগরিক সেবা প্রাপ্তি নিশ্চিত হবে এবং উন্নয়নের মূলস্রোতধারায় তারা সম্পৃক্ত হতে সমর্থ হবে। সবার জন্য শুভ কামনা।