দিনাজপুরের খানসামায় দুই দিন ব্যাপি ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে খানসামা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, মন্ত্রীর সহধর্মিনী শাহীন আলী, উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল জব্বার প্রমূখ। অনুষ্ঠানের পূর্বে সকালে উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা চত্ত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মেলার উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রযুক্তি বান্ধব প্রধান মন্ত্রী পেয়েছি বলেই ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হয়েছে। যার প্রমাণ স্বরূপ সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা ই-সেবাসহ প্রায় ১০ হাজার ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। এসব ডিজিটাল সেবা কেন্দ্র থেকে সাধারণ মানুষ প্রতিনিয়ত কম্পিউটার প্রশিক্ষণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরের ভর্তি ও দেশে-বিদেশে চাকরির ফরম পুরণ, অনলাইনে বিদ্যুৎ বিল প্রদান, জমির পর্চা, জন্ম নিবন্ধন, স্বাস্থ্য সেবা, শিক্ষা সেবা, কৃষি সেবাসহ শত শত সেবা গ্রহণ করছে বলে তিনি উল্লেখ করেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী মেলায় আগত ই-সেবা দানকারী প্রতিষ্ঠান ৬টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ই-শিক্ষা প্রদানকারী ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ই-চিকিৎসা সেবা প্রদানকারী ২টি চিকিৎসা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিনী শাহীন আলী, উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান, এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান, বীরগঞ্জ সার্কের এএসপি অশিত কুমার ঘোষ, কৃষি কর্মকর্তা এজামুল হক, উপজেলা প্রকৌশলী সুবীর কুমার সরকার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এজেডএইচ শামীম আলী, খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল জব্বার, সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ সরকার, ছয় ইউপি চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণসহ অসংখ্য জনসাধারন উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS