Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
ঐতিহাসিক আওকড়া মসজিদ
Details

মোঘল আমলে নির্মিত গোয়ালডিহি ইউনিয়নের আওকরা মসজিদ

 

খানসামা উপজেলার পাকেরহাট রাণীরবন্দর সড়ত হতে পূর্বদিকে মির্জা মাঠের মধ্যে অবস্থিত একটি মসজিদ। আঞ্চলিক ভাষায় বলা হয় আওকরা মসজিদ। জুমআটির চর্তুদিকে কোন ঘরবাড়ি না থাকায় কোন শব্দ করলে প্রতিধ্বনি হয়। এ কারণে মসজিদটিকে আওকরা মসজিদ বলে গ্রামবাসী অভিহিত করে। জুমআটি সপ্তদশ শতাব্দীর দিকে নির্মিত বলে জনশ্রুতি রয়েছে। এর নির্মাণ শৈলী চমৎকার। অভ্যন্তরে তৎকালীন কারুকাজ করা। একই সাথে রঙ করা মনে হয় সাম্প্রতিক সময়ে প্লস্টিক পেইন করা হয়েছে। ছোট ছোট ইটের থাঁকুনি। দেখতে মনমুগ্ধকর।

মসজিদটি নিয়ে প্রত্নতাত্ত্বিক বিভাগ গবেষণা করলে এর সঠিক ইতিহাস বের হবে বলে স্থানীয় ব্যাক্তিবর্গরা আশাবাদ ব্যক্ত করেছেন। মসজিদটির সংলগ্ন একটা ভিত্তি প্রস্তর ছিল। তাতে ছিল মির্জা লাই বেগ। ধারণা করা হচ্ছে মোঘল আমলে নির্মিত হয়েছে মসজিদটি। সম্রাট আকবরের দ্বীন-ই-এলাহী মতবাদের ভিত্তিতে মসজিদটি নির্মিত হয়েছে। একই সাথে ওই এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়ও আছে।

মসজিদটি উপজেলার গোয়ালডিহি ইউনিয়নে অবস্থিত।