খানসামা উপজেলার অর্থনৈতিক কর্মকান্ড মূলতঃ কৃষিজ পণ্য ও কৃষি কাজের উপর নির্ভরশীল। ইতোমধ্যে এ উপজেলার রসুন,লিচু,করল্লা,পটল সারাদেশে বেশ পরিচিতি লাভ করেছে। বিভিন্ন হাট বাজারে আলু, করল্লা, পটল, লিচু, রসুন, পেয়াজ, ভূট্টা প্রভৃতি বেচাকেনা হয়।মূলতঃ এ উপজেলার অর্থনৈতিক কর্মকান্ড এই বেচাকেনাকে ঘিরেই আবর্তিত হয়। পাকেরহাট, কাচিনিয়াহাটি, রামকলাহাট এ এলাকার উল্লেখযোগ্য ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS