খানসামা উপজেলার আয়তন ১৭৯.৭২ বর্গ কিলোমিটার। উপজেলাটি ২৫ডিগ্রী ৪৭" উত্তর অক্ষাংশ থেকে ২৬ডিগ্রী ০১"উত্তর অক্ষাংশ এবং ৮৮ডিগ্রী৪২" পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৮৮ডিগ্রী৫১"পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে অবস্থিত। উপজেলাটির উত্তরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা, দক্ষিণে দিনাজপুর জেলারদিনাজপুর সদর উপজেলা ও চিরিরবন্দর উপজেলা, পূর্বে নীলফামারী জেলার নীলফামারী সদর উপজেলা ও পশ্চিমে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা ও কাহারোল উপজেলা অবস্থিত ।
অত্র খানসামা উপজেলায় বৃটিশ আমলে একজন ইংরেজ কায্যপলক্ষে বসবাস করতেন। সেই ইংরেজ সাহেবের একজন খানসামা বা চাকর ছিলেন। পরবর্তীতে সেই খানসামার প্রচেষ্টায় অত্র এলাকায় একটি হাট গড়ে উঠে। উক্ত হাটটি তার নাম অনুসারে রাখা হয় খানসামা। সেই অনুসারে অত্র উজেলার নামকরন ১৮৯১ ইং সালের ২১শে জানুয়ারী খানসামা করা হয়। এই তথ্য ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ভূমি ও ইমারত কোঠা রেজিষ্টার ফাইলে পাওয়া যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS