মরহুম হাসান আলী (জন্ম ১৮৯৫-মৃত্যু ১৯৮১) দীর্ঘ ষাট বছর বৃহত্তর দিনাজপুর তথা বৃহত্তর উত্তর বাংলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন। বৃটিশ ভারতে অবিভক্ত দিনাজপুর জেলা বোর্ডের প্রথম ভাইস-চেয়ারম্যান ও পরে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ১৯৩৭ সালে ও ১৯৪৬ সালে কলিকাতায় অবিভক্ত বাংলা বিধান সভায় নির্বাচিত হন। ১৯৪৭ সালে ভারতবর্ষ ভাগ হওয়ার পরে তদানিন্তন পূর্ব পাকিস্তান সরকারের গণপূর্ত, পানি উন্নয়ন ও যোগাযোগ মন্ত্রী নিযুক্ত হন। (১৯৪৭-৫৪)। তিনি সমগ্র উত্তর বাংলার একমাত্র মন্ত্রী ছিলেন। তিনি যোগাযোগ মন্ত্রী রুপে সারা বাংলাদেশের ৭ হাজার মাইল মহাসড়কের পরিকল্পনা প্রণয়ন করেন ও বাস্তবায়ন শুরু করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS