গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
খানসামা, দিনাজপুর।
সিটিজেন চার্টার
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদানে সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী, রুম নম্বর, জেলা/উপজেলা কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
উর্দ্ধতন কর্মকর্তার পদবী, রুম নম্বর, জেলা/উপজেলা কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
০১ |
যে কোন বিষয়ে অভিযোগ আবেদন গণশুনানীর মাধ্যমে নিস্পত্তিকরণ |
সপ্তাহে প্রতি বুধবার |
স্ব-পক্ষীয় স্বাক্ষ্য প্রমাণাদী ও কাগজপত্র |
তথ্য ও অভিযোগ শাখা রুম নম্বর-১০৫ |
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার, কক্ষ নং-২০১, উপজেলা কোড-২৭৬০, ফোন: +৮৮০২৫৮৯৯২৯৬০০, ই-মেইল-unokhansama@mopa.gov.bd |
জেলা প্রশাসক, দিনাজপুর, রুম নম্বর-২০৫, জেলা কোড-২৭০০, ফোন: ০৫৩১-৫৬০০১, ই-মেইল- dcdinajpur@mopa.gov.bd |
০২ |
যে কোন অভিযোগ বিষয়ে তদন্ত সংযুক্তি |
১৪ দিনের মধ্যে |
অভিযোগের স্ব-পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র |
তথ্য ও অভিযোগ শাখা রুম নম্বর-১০৫ |
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার ও অভিযোগের ধরণ অনুযায়ী তদন্ত কর্মকর্তা নির্ধারণ |
জেলা প্রশাসক, দিনাজপুর, রুম নম্বর-২০৫, জেলা কোড-২৭০০, ফোন: ০৫৩১-৫৬০০১, ই-মেইল- dcdinajpur@mopa.gov.bd |
০৩ |
হাট-বাজার ইজারা প্রদান |
ইজারা বৎসর শুরু হওয়ার পূর্ববর্তী বৎসরের মাঘ মাস হতে ২০শে চৈত্র (আনুমানিক ৩ মাস) |
হাট-বাজার ইজারা নীতিমালা অনুযায়ী দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে |
জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, খানসামা থানা, সোনালী ব্যাংক লিমিটেড, খানসামা, দিনাজপুর |
দরপত্র বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত সিডিউল মূল্য, সংশ্লিষ্ট হাট-বাজারের ইজারা মূল্যের উপর ৩০% ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এবং দরপত্র মূল্যায়নে সর্বোচ্চ দরদাতাকে ইজারার অবশিষ্ট ৭৫% অর্থ সোনালী ব্যাংক লিমিটেড, খানসামা শাখায় ‘হাট-বাজার নিলাম’ শিরোনামের চলতি হিসাব নম্বর-১৮১৬৮৩৩০০১৯৫৭-এ জমা প্রদান এবং জাতীয় রাজস্ব বোর্ডের ১৫% ভ্যাট ও ১০% আয়কর পরিশোধ করিবেন |
দরপত্র মূল্যায়ন ও ইজারা প্রদান কমিটি |
জেলা প্রশাসক, দিনাজপুর, রুম নম্বর-২০৫, জেলা কোড-২৭০০, ফোন: ০৫৩১-৫৬০০১, ই-মেইল- dcdinajpur@mopa.gov.bd |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS